Wellcome to National Portal
  • 2025-01-05-05-19-f6c5895490309ee0314ffd3a1743d093
  • 2025-01-05-05-20-f2418cb6b0c84968ba81410e0d64b703
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ মার্চ ২০২৫

অদম্য রাব্বী

 

১৬ বছর বয়সী রাব্বী হোসেন। তাঁর বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী ও মা গৃহিনী। শারীরিক প্রতিবন্ধীতার কারণে ১২ বছর বয়স পর্যন্ত সে কোন স্কুলে যেতে পারেনি। ২০২১ সালে “আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচির” আওতায় পুরানকাদবা-১ উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়, বরুড়া কুমিল্লায় ভর্তি হয়ে ২০২৪ সালের ডিসেম্বর মাসে ৫ম শ্রেণি পাশ করে। সে একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও শুরু থেকে নিয়মিত ক্লাসে উপস্থিত থেকেছে। স্কুলের শিক্ষকের পড়ালেখা, ছবি আঁকা ও গান শেখাসহ নিজের স্বাস্থ্য ও নিজেকে কীভাবে সুরক্ষিত রাখতে হয় তা শিখেছে। কুমিল্লায় এই কর্মসূচি বাস্তবায়নকারী সংস্থা ব্র্যাকের মাধ্যমে সে একটি হুইল চেয়ার পেয়েছে। তাঁর ইচ্ছা কোন দক্ষতা প্রশিক্ষণ গ্রহণ করে একটি সম্মানজনক পেশায় নিয়োজিত হয়ে আর্থিকভাবে পরিবারকে সহযোগিতা করা।