Wellcome to National Portal
  • 2025-01-05-05-19-f6c5895490309ee0314ffd3a1743d093
  • 2025-01-05-05-20-f2418cb6b0c84968ba81410e0d64b703
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ মার্চ ২০২৫

চলমান প্রকল্প

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো চলমান কর্মসূচি:

বিদ্যালয় বহির্ভূত কিশোর-কিশোরীদের জন্য দক্ষতা কেন্দ্রিক সাক্ষরতা (SKILFO)’’ শীর্ষক পাইলট প্রকল্প
 

প্রকল্পের উদ্দেশ্য:
১) বিদ্যালয়ের বহির্ভূত কিশোর-কিশোরীদের ডিজিটাল সাক্ষরতাসহ জীবন দক্ষতার জন্য বর্ধিত সুযোগসহ মৌলিক সাক্ষরতা এবং গণনা দক্ষতা প্রদান করা।
২) রেফারেল লিঙ্কেজসহ শোভন কাজের জন্য তাদের প্রস্তুত করার লক্ষ্যে কর্মের সাথে সম্পর্কিত দক্ষতা কেন্দ্রিক জীবিকায়ন দক্ষতা প্রদান করা।
৩) উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র অধীনে একটি জাতীয় প্রোগ্রাম হিসাবে গ্রহণ এবং স্কেলআপের জন্য প্রমাণক-ভিত্তিক উন্নয়ন এবং মানসম্মত করা।


পাইলট প্রকল্পের কর্ম এলাকা: কক্সবাজার জেলার ৯টি উপজেলা।

প্রকল্পের মেয়াদ: সেপ্টেম্বর ২০২৩ থেকে ফেব্রুয়ারি ২০২৫ হতে ৩০ জুন-২০২৫ পর্যন্ত

অর্থের উৎস: Global Partnership for Education (GPE) এর অনুদান এবং Grant Agent-UNICEF।

লক্ষ্যদল: স্থানীয় ১৪-১৮ বছর বয়সী ৬৮২৫ জন বিদ্যালয় বহির্ভূত কিশোর-কিশোরী।

pdf